নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: শাসক বিজেপি দলের আমন্ত্রণে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের দ্বারা অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাংবাদিক এবং চিত্র সাংবাদিকেরা। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজের সাংবাদিক মহল প্রতিবাদ জানিয়েছে।
এবারে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে আগরতলা প্রেসক্লাব। ক্লাবের তরফে বিবৃতিতে উল্লেখ করা হয়, শাসক বিজেপি – র আমন্ত্রণে তাদের রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে অপ্রত্যাশিত ভাবে অত্যন্ত অসম্মান জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা। রাজ্যমন্ত্রি সভার সদস্য বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ কুৎসিত বিকৃত ভঙ্গিতে সাংবাদিকদের হেয় করার চেষ্টা করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকদের ‘খাইয়া দাইয়া কাম নাই “-। একজন মন্ত্রীর এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে আগরতলা প্রেসক্লাব।
এছাড়াও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন জানায়, মন্ত্রীর এহেন আচরণে সদস্যরা স্তম্ভিত ও ব্যথিত। একজন দায়িত্বশীল ব্যক্তির এ ধরনের উক্তিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।