নয়াদিল্লি, ১৯ মে (হি. স.): রবিবার দিল্লিতে বিজেপির সদর দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছিল আম আদমি পার্টি। এই বিক্ষোভের কথা মাথায় রেখে বিজেপির সদর দফতরের বাইরে ব্যারিকেড ও বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল। তার সঙ্গে জারি হলো ১৪৪ ধারা।
উল্লেখ্য, দিল্লি পুলিশের তরফে আগেই জানানো হয়েছিল যে, আম আদমি পার্টি পুলিশের কাছে কোনও অনুমতি চায়নি। এদিন দিল্লি পুলিশ ঘোষণা করে, এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আম আদমি পার্টির নেতা-কর্মীরা দলীয় নেতৃত্বের গ্রেফতারির প্রতিবাদে যে বিজেপি সদর দফতরের দিকে মিছিল করছে, সেই বিক্ষোভ মিছিলের কোনও অনুমতি নেই বলেও পুলিশ জানায়।
প্রসঙ্গত কেজরিওয়াল বলেছিলেন, আমার সমস্ত বড় নেতা, বিধায়ক এবং সাংসদদের সাথে আমিও বিজেপির সদর দফতরে যাব, যাদের আপনারা জেলে ঢোকাতে চান, তাদের জেলে ঢোকান। একসঙ্গে জেলে ঢোকান।
2024-05-19