(আপডেট) হরিয়ানায় যাত্রিবাহী বাসে আগুন; পুড়ে মৃত্যু ৯ পুণ্যার্থীর, আহত ২০-র বেশি

নুহ, ১৮ মে (হি.স.) : হরিয়ানায় যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হল ৯ জন পুণ্যার্থীর। মৃত ৯ জনের মধ্যে ৬ জন মহিলা। শুক্রবার রাত দেড়টা নাগাদ হরিয়ানার নুহ জেলায় ঘটনাটি ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ২৪ জন আহত হয়েছেন। বাসটিতে প্রায় ৬৪ জন যাত্রী ছিলেন। যাঁদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী। তাঁরা বৃন্দাবন ও মথুরা থেকে ফিরছিলেন। কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের নুহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি বৃন্দাবন ও মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। মূলত পঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা এবং চণ্ডীগড়ের যাত্রীরা ওই বাসে ছিলেন বলে জানা গিয়েছে। নুহের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। পুড়ে মৃত্যু হয় ৯ জনের। স্থানীয়েরা চলন্ত বাসে আগুন দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। পুলিশকে খবর দেওয়া হয়। কিছু ক্ষণের মধ্যেই দমকলের গাড়ি ঘটনাস্থলে যায়। নিয়ন্ত্রণে আনা হয় আগুন।

স্থানীয় বিধায়ক আফতাব আহমেদ বলেছেন, “অত্যন্ত বেদনাদায়ক দুর্ঘটনা, দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনা। ভক্তরা বৃন্দাবন থেকে ফিরছিলেন। বাসটিতে আগুন লেগে যায় এবং বৃদ্ধ, মহিলা এবং শিশু-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।” আহতদের মধ্যে একজন মীনা রানী বলেছেন, “আমরা বৃন্দাবন থেকে ফিরছিলাম। কীভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। ১০ জনের মৃত্যু হয়েছে। বাসে ৬৪ জন ছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *