পেকুছড়ায় উদ্বাস্তু পরিবারগুলোকে উচ্ছেদ করতে ব্যর্থ বনদপ্তর

আগরতলা, ১৮ মে : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের পেকুছড়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবস্থানকারী  অউপজাতি পরিবারের লোকজনদের বিচ্ছিন্ন করে দেওয়ার লক্ষ্যে বনদপ্তর ওইসব এলাকায় বেড়া দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল। তাদের সেই প্রয়াস ব্যর্থ করে দিয়ে সেখানেই অবস্থান করছে অউপজাতি উদ্বাস্তু পরিবারগুলো।

গত শনিবার থেকে পানিসাগর মহকুমাধীন পেকুছড়া ভিলেজের তিন নং ওয়ার্ডের উদ্বাস্তুরা প্রবেশ করেছিল। এক এক করে ৮৩ পরিবার এখানে কাঞ্চনপুরের জয়শ্রী, লালজুরী, বড় হলদি ,সুভাষ নগর ও দশদা থেকে প্রবেশ করেছিল। এখন এদের দাবি জোরালো হয়ে উঠেছে। আমরা বাঙালি থেকে শুরু করে কমিউনিস্ট নেতারা এলাকা পরিদর্শন করেন। বনদপ্তরের উচ্চ অধিকার পরিদর্শন করে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট করেছেন। এমনকি, মুখ্যমন্ত্রীর দরবারেও মানবিক আবেদন জানানো হয় এদের জীবন রক্ষার্থে।

বনদপ্তরের পক্ষ থেকে এদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বেড়া দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। শনিবার বনদপ্তর থেকে যে বেড়া দেওয়া হয়েছে সেই বেড়া ভেঙ্গে গ্রামবাসীদের পক্ষ থেকে পানীয় জল প্রবেশ করানো হলো। এরা সবাই উদ্বাস্তু ।বর্তমানে জনসংখ্যা আসা-যাওয়ার মধ্যে রয়েছে। তাই ৭২ টি পরিবার রয়েছে এখনো স্থায়ী ভাবে।  শুক্রবার এদের দুই তিনটি তাবুকে ভেঙ্গে দেওয়া হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে বলে অভিযোগ করেছে অস্থায়ী উদ্বাস্তরা। তাদের একটা সুনির্দিষ্ট সমাধান চেয়ে বসে আছে মুখ্যমন্ত্রীর দিকে। এরা বাংলা ভাষাভাষীর মানুষ হলেও তাদেরকে অন্নবস্ত্র বাসস্থান দেওয়ার যে সরকারি নিয়ম তা থেকে যাতে তাদের  বঞ্চিত না করা হয় সেদিকে তাকিয়ে রয়েছে উদবস্তুরা।