2024-05-18
রায়বরেলি, ১৮ মে (হি. স.): ভোট প্রচারের মাঝে কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভডরা রায়বরেলিতে গুরুদ্বারে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি রানী ঝলকারি বইয়ের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞপন করেন তিনি। ভোট প্রচারের ব্যস্ততার মাঝে এদিন দুই স্থানেই যান প্রিয়াঙ্কা।
Designed using Magazine News Byte. Powered by WordPress.