ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে জাতীয় পর্যায়ে ভলিবল ইভেন্টের উপর পর পর দুটো সিলেকশন ট্রায়ালের আয়োজন করা হয়েছে। প্রথমটি হবে ২১ থেকে ৩০ মে, হরিয়ানার লাল স্পোর্টস কমপ্লেক্সে ইন্ডোর স্টেডিয়ামে। এক্ষেত্রে রিপোর্ট করতে হবে ২১ মে, সকাল আটটার মধ্যে। একইভাবে ২৭ থেকে ২৯ মে বেঙ্গালুরুতে নেতাজি সুভাষ সাউদার্ন সেন্টার মাইশুর রোডে সাই-এর নেতাজি সুভাষ সাউদার্ন সেন্টারে সিলেকশন ট্রায়াল হবে। এক্ষেত্রেও রিপোর্ট করতে হবে ২৭ মে সকাল আটটার মধ্যে। খেলোয়ারদের বয়স হতে হবে অনূর্ধ্ব ২৩ অর্থাৎ জন্ম তারিখ ২০০০ সালের পর। বলা বাহুল্য, এই সিলেকশন ট্রায়ালে অংশ নিতে খেলোয়াড়দের কোনও রকম যাতায়াত এবং রাহা খরচ দেওয়া হবে না। এক্ষেত্রে নিজেদের তা বহন করতে হবে। ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের কার্যকরী সম্পাদক চন্দন সেন এক বিবৃতিতে উপযুক্ত সকল ভলিবল খেলোয়াড়দের সিলেকশন ট্রায়াল দুটোতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন।
2024-05-18