কংগ্রেসের বিরুদ্ধে তোপ অমিত শাহের, বললেন তারা দেশকে ভাঙতে চায়

ঝাঁসি, ১৮ মে (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার উত্তর প্রদেশের ঝাঁসির নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “কংগ্রেস দেশকে ভাঙতে চায়। তাদের নেতারা বলছেন, দেশকে দুই ভাগে ভাগ করতে হবে, দক্ষিণ ভারত ও উত্তর ভারত। আমি বলতে চাই, মোদীজি ফের আসবেন এবং মোদীজি থাকতে কেউ ভারতকে ভাঙতে পারবে না।” উপস্থিত জনতার উদ্দেশ্যে অমিত শাহ বলেছেন, “এই নির্বাচন দেশের উন্নয়নের নির্বাচন। এই নির্বাচন দেশকে নিরাপদ রাখতে। এই নির্বাচন আমাদের ধর্ম ও সংস্কৃতি রক্ষার নির্বাচন। এই নির্বাচন ভারতকে মহান করার নির্বাচন। এই নির্বাচন দেশের দরিদ্র মানুষের কল্যাণের নির্বাচন। আর এই নির্বাচন বুন্দেলখণ্ডের তৃষ্ণা মেটানোর নির্বাচন।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার বলেছেন, পাকিস্তানকে সম্মান করুন, তাদের কাছে পরমাণু বোমা আছে, তাদের কাছে পিওকে চাইবেন না। আমি তাদের বলতে চাই, এটা নরেন্দ্র মোদীজির সরকার, আমরা পরমাণু বোমাকে ভয় পাই না, পিওকে ভারতের ছিল, আছে এবং নিয়েই ছাড়ব।” অমিত শাহ এদিন বলেছেন, “মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর, যোগীজি মুখ্যমন্ত্রী হন এবং উত্তর প্রদেশের উন্নয়ন শুরু হয়। একটা সময় ছিল যখন উত্তর প্রদেশে দেশি কাট্টা তৈরি হতো। কিন্তু মোদীজি বুন্দেলখণ্ডে একটি প্রতিরক্ষা করিডোর তৈরি করেছেন, এখন এখানে কামানের গোলা তৈরি হচ্ছে। পাকিস্তান যদি কোনও ভুল করে, এই বুন্দেলখণ্ডি গলা পাকিস্তানের ওপর পড়ে ধ্বংস করে দেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *