দুর্ঘটনার পর গাড়ি ফেলে রেখে নেশা সামগ্রী নিয়ে পালিয়ে যায় চালক

বিশালগড়, ১৮ মে: গোকুলনগর রাস্তারমাথা এলাকায় ইকো গাড়িকে ধাক্কা মেরে বিশালগড় থানার মূল ফটকের সামনে গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় চালক। 

জানা গিয়েছে,  টি আর ০১ বিপি ০৭৮০ নাম্বারের একটি হুন্ডাই কোম্পানির গাড়ি বিশালগড় গোকুলনগর রাস্তারমাথা এলাকায় একটি ইকো গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এবং ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার পথে পুলিশের ভয়ে বিশালগড় থানার সংলগ্ন শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি সামনে আগরতলা বিশালগড় সড়কে গাড়ি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন। 

বর্তমানে গাড়িটি বিশালগড় থানা পুলিশের হেফাজতে রয়েছে। চালক গাড়ি থেকে পালিয়ে যাওয়ার পথে একটি ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায় অনেকে ধারণা করছেন এই ব্যাগের মধ্যে বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী রয়েছে। 

স্থানীয়দের অভিযোগ হয়তো পুলিশ গাড়িটি আটক করলে চালককেও আটক করতে হবে আর চালককে আটক করলে সেই নেশা জাতীয় সামগ্রী পুলিশের হাতে ধরা পড়বে সেই ভয়ে গাড়ি ফেলে রেখে সমস্ত নেশা সামগ্রী নিয়ে ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যায়।