স্বামী রেখে পুনরায় বৈবাহিক সম্পর্ক আবন্ধ স্ত্রী

আগরতলা, ১৭ মে : স্বামী রেখে পুনরায় বৈবাহিক সম্পর্ক আবন্ধ স্ত্রী। ওই ঘটনাকে কেন্দ্র করে মহিলার বাবার বাড়ির লোকজন তাণ্ডব চালিয়েছে। পরবর্তী সময়ে সভার মাধ্যমে ঘটনাটি মীমাংসা হয়।

জানা গিয়েছে, গত ২০১২ সালে শ্রীনগর থানার অন্তর্গত আনন্দ নগর এলাকার জয় কুমার সরকারের সাথে আমতলী থানার অন্তর্গত হাতিলেটা লাহোরটিলা এলাকার শংকর ভৌমিকের সাথে মেয়ে শম্পা ভৌমিকের সামাজিকভাবে বিবাহ হয়েছিল। বিবাহের পর তাদের সংসার মাত্র ৬ মাস টিকে ছিল। তারপর শম্পা ভৌমিক তার স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। তারপর তাদের মধ্যে আদালতের ডিভোর্সের মামলাও হয়। যে মামলা বর্তমানেও চলছে ঠিক এরই মধ্যে গত কয়েক মাস আগে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক ব্যবসায়ীর সাথে অবৈধভাবে বিয়ে হয় শম্পা ভৌমিকের। এর মধ্যে কত কয়েক দিন আগে শম্পার আগের স্বামী জয় কুমার সরকার জানতে পারে যে তার স্ত্রী তাকে ডিভোর্স না দিয়েই কাঞ্চনমালা এলাকার এক ব্যবসায়ীকে অবৈধভাবে বিয়ে করেছে।

আজ জয় কুমার সরকার স্থানীয় কাঞ্চনমালা পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজনকে নিয়ে এক মীমাংসা সভা চলছিল। সেই মীমাংসা সভা চলাকালীন সময়ে শম্পা ভৌমিক কাঞ্চন মালা গ্রাম পঞ্চায়েত প্রধানসহ তার স্বামী এবং অন্যান্যদের সাথে অসংলগ্ন আচরণ শুরু করে বলে অভিযোগ। পাশাপাশি তাঁর পরিবারের সদ্যসরা কাঞ্চন মালা বাজার ব্যবসায়ীর বাড়িতে গিয়ে জয় কুমার সরকারকে আক্রমণ করার চেষ্টা সহ কাঞ্চন মালা গ্রাম পঞ্চায়েত প্রধানসহ সভায় উপস্থিত থাকা বেশ কয়েকজনকে আক্রমণ করে। পরে ঘটনার ব্যগতিক বুঝতে পেরে এলাকাবাসীরা খবর দিয়েছিলেন আমতলী থানায়। খবরটি আমতলী থানার পুলিশ ঘটনাস্থলের দ্রুত ছুটে এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। পরে গোটা বিষয়টি নিয়ে কাঞ্চনমালা বাজারের নাথ মন্দিরে এক মীমাংসা সভা হয়েছে।