BRAKING NEWS

আন্তর্জাতিক প্যারা সুইমিং আসরে সাফল্যের লক্ষ্যে ত্রিপুরার বিনীত, সমীর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। কঠোর অধ্যাবসায় সকলকেই সাফল্যের দিকে ধাবিত করে। এদিকে, স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হতে যাচ্ছে সমীর ও বিনীতের ক্ষেত্রে। সিঙ্গাপুরে বর্তমানে চলছে আন্তর্জাতিক সিটি ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়ন শিপ।এই  আসরে এবারই প্রথম ত্রিপুরা থেকে দুইজন প্যারা সুইমার অংশগ্রহণ করলেন ভারতের হয়ে প্রথমবারের মতো। শুধু অংশগ্রহণই নয়, সুইমিং পুলে নেমে এই দুই প্যারা সুইমার নিজেদের দক্ষতারও প্রদর্শন করলেন অত্যন্ত দারুনভাবে। আন্তর্জাতিক এই চ্যাম্পিয়নশিপে ২১টি দেশের ১৩১ জন সেরা সাঁতারুরা অংশগ্রহণ করেছেন । বলে রাখা ভালো, এই আসরটাতে কোনও ধরনের পুরস্কার কিন্তু নেই। এই আসরে বিভিন্ন দেশের সাঁতারুরা নিজেদের রেংকিং বাড়াতেই অংশগ্রহণ করে থাকেন। এই রেংকিং থেকেই তাদের আগামীতে পথ প্রশস্ত হবে এশিয়ান গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকের মতো আসরে অংশগ্রহণ করার জন্য। কঠোর নিয়মের মধ্যে থেকে মেডিকেল টেস্টের পর অবশেষে আন্তর্জাতিক আসরের সুইমিং পুলে নামার ছাড়পত্র পেলেন ত্রিপুরা রাজ্যের এই দুই প্যারা সুইমার। ক্লাসিফিকেশনে সমীর বর্মন ও বিনীত রায় দুজনেই উত্তীর্ণ হলেন।  হিট ওয়ানে নামেন সমীর বর্মণ। এতে সমীরের পজিশন এস-৮। অপরদিকে হিট টুতে নামেন বিনীত রায়। তার পজিশন এস-৯। দুজনেই ১০০ মিটার ফ্রি স্টাইলে নিজেদের যোগ্যতার পরিচয় দিলেন ২১টি দেশের সাঁতারুদের সামনে। কোচ দীপক দাসের ভূমিকা কিন্তু এতে অনস্বীকার্য। দীপক দাসের কঠোর তদারকি ও চূড়ান্ত অনুশীলনের ফসলই আজ রাজ্যের দুই প্যারা সুইমার সিঙ্গাপুরে অংশগ্রহণ করলেন আন্তর্জাতিক প্যারা সুইমিং আসরে। এবার দেখার কোন ক্লাসিফিকেশনে কতটা রেংকিং তৈরি করতে পারেন সমীর ও বিনীত। ১৯ মে বের হবে ১৩১ জন সাতারুর রেংকিং। তখনই জানা যাবে সমীর ও বিনিতের রেংকিং কত। মুঠো ফোনে কোচ দীপক দাসের সঙ্গে আই এস ডি কলে যোগাযোগ করার পর তিনি বলেন, সমীর ও বিনিতের এই পারফরম্যান্স থেকে তিনি ভীষণ খুশি। কেননা জাতীয় আসরের পর এবারই প্রথম তার অনুশীলনে রাজ্যের এই দুই প্যারা সুইমার আন্তর্জাতিক আঙ্গিনায় প্রবেশ করে অংশগ্রহণও করলেন। এর থেকে বড় বিষয় আর কি হতে পারে। আগামী দিনে তাদের আরো সাফল্যের মধ্য দিয়ে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করা তাঁর লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *