গৃহভূমিতে প্রয়াতের নশ্বর দেহে গণহারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ আপামর জনতার
রঙিয়া (অসম), ১৭ মে (হি.স.) : রঙিয়ার গরকা সৈরাবাড়িতে অসমের প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী, তথা রাজ্যের আঞ্চলিক দল অসম গণ পরিষদের প্রাক্তন সভাপতি থানেশ্বর বড়োর শেষকৃত্য সম্পূর্ণ রাজ্য মর্যাদায় সম্পন্ন হবে রঙিয়ায় তাঁর গৃহভূমি গরকা সৈরাবাড়িতে। শেষকৃত্য সম্পন্ন করতে রঙিয়া মহকুমা প্রশাসন যাবতীয় দায়িত্ব নিয়েছে।
আজ শুক্রবার সকালে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাজ্ঞ রাজনীতিক থানেশ্বর বড়োর জীবনাবসান ঘটার খবর চাউর হলে গরকা সৈরাবাড়িতে প্রয়াতের বাড়িতে কাতারে কাতারে জমায়েত হয়েছেন গুণমুগ্ধরা।
গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রথমে জনতা ভবন এবং পরে আমবাড়িতে অবস্থিত অগপর সদর দফতরে প্রয়াত থানেশ্বর বড়োর নশ্বর দেহ নিয়ে যাওয়ার পর দলীয় নেতা কর্মীরা শ্ৰদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। সেখান থেকে রঙিয়ায় গরকা সৈরাবাড়িতে তাঁর বাসভবনে প্রয়াতের নশ্বর দেহ নিয়ে আসার পর এখানে গণহারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন আপামর জনতা।
উল্লেখ্য, অসমীয়া জাতীয়তবাদের অন্যতম প্রবীণ নেতা থানেশ্বর বড়ো ১৯৩৯ সালে গোরেশ্বর রাজস্ব সার্কলের অন্তৰ্গত গুরমো গ্রামের এক কৃষি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবার নাম প্ৰয়াত হরখলা বড়ো এবং মা পিঠাবলা বড়ো।
থানেশ্বর বড়োর প্ৰাথমিক শিক্ষা তাঁর জন্মগ্রাম গুরমো প্ৰাথমিক বিদ্যালয়ে। ১৯৫৮ সালে রঙিয়া হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করে গুয়াহাটির কটন কলেজে এডুকেশন বিষয়ে স্নাতক এবং পরবর্তীতে ১৯৬৪ সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন তিনি।
এর পর ১৯৬৪ সাল থেকে টানা ২৭ বছর তিনি গুয়াহাটির বি বরুয়া কলেজে প্ৰবক্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া বড়ো সাহিত্য সভার উপ-সভাপতিও ছিলেন প্ৰাক্তন মন্ত্ৰী থানেশ্বর বড়ো। ১৯৮৫ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা তিনবার রঙিয়া থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। প্রফুল্লকুমার মহন্ত নেতৃত্বাধীন প্রথম অগপ সরকারের আমলে তিনি রাজস্ব এবং পরবর্তীতে দুবার শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন। বড়ো ভাষাকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট অবদান রেখে গেছেন তিনি। কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং বেশ কয়েকটি মহাবিদ্যালয়ে বড়ো বিভাগের সূচনা করেছে বিভাগীয় শিক্ষক নিয়োগ করেছিলেন তদানীন্তন শিক্ষামন্ত্রী বড়ো।

