আগরতলা, ১৭ মে: আকাশ ছোঁয়া বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে চার ছাত্র যুব সংগঠন। আজ ডি ওয়াই এফ, টি ওয়াই এফ,এস এফ আই,টি এস ইউ ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে পরিবহন দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

জনৈক যুব নেতা বলেন, রাজ্যের রেল ও বিমান পরিষবা নিয়ে গোটা রাজ্যের মানুষ গভীর ভাবেই উদ্বিগ্ন। এই সময়ে মাঝে মাঝেই দূরপাল্লার রেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে। এই সুযোগে বিমান ভাড়া আকাশছোঁয়া হয়ে যাচ্ছে। রাজ্যের বিশেষ করে রোগী ও ছাত্র-ছাত্রী যাদের বহিঃরাজ্যে যেতে হয় তারা এই সময়ে মারাত্মক সমস্যার মধ্যে পরেছে।

গত মাস খানেক যাবৎ বিমান ভাড়া অস্বাভাবিক ভাবেই বৃদ্ধি করে দিয়েছে। অথচ এই প্রশ্নে সরকারের কোন হেলদোল নেই। রেলে যারা বাধ্য হয়ে যেতে চাইছে তারা টিকিট পাচ্ছে না। এরই প্রতিবাদে সরব হয়েছে তারা।

সংগঠনের দাবি, অস্বাভাবিক বিমান ভাড়া স্বাভাবিক রাখতে দ্রুত রাজ্য পরিবহন দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হোক, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন দপ্তরের সাথে দ্রুত কথা বলে রাজ্যের মানুষকে এই কৃত্রিম সমস্যা থেকে রক্ষার যথাযথ উদ্যোগ গ্রহন করা হোক,  ল্যোকাল ও দুরপাল্লার ট্রেনগুলিতে যাত্রী পরিষেবা উন্নত করতে (যাত্রী নিরাপত্তা, ট্রেনগুলি ভাল করে সাফাই করা) বিষয়ে রাজ্য পরিবহন দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *