নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে: জঙ্গল দখল করে নিজ বসতঘর নির্মাণের দাবিতে পেকুছড়ায় অবস্থানরত উদ্বাস্তু বাঙালী পরিবারেরা খাদ্য ও পানীয় জলের অভাবে দিন গুনছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হস্তক্ষেপ দাবি করেছেন।
তাদের দাবি, ৭৪ পরিবার বসবাস করছেন ওই জঙ্গলে। তাদের কারো বাড়িঘর নেই। মিজোরাম থেকে আগত ব্রু শরণার্থীরা তাদের থাকতে দিচ্ছেন না। বিভিন্নভাবে তাদের সঙ্গে ঝামেলা করছে। তাই তারা জঙ্গল দখল করেছেন। বনদপ্তরের জায়গা দখল করে তারা বসতঘর নির্মাণ করবেন। এমনই দাবি তাদের। যদিও ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকরা দফায় দফায় তাদের সঙ্গে কথা বললেও কোনো সুরাহা হয়নি। তারা আধিকারিকদের কথা মানতে নারাজ।
জিটি শনিবার সন্ধ্যারাত থেকে তারা ও সংরক্ষিত বনাঞ্চল দখল করে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করছে। বর্তমানে তাদের পানীয় জল ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। তাই তাদের এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন উদ্বাস্তু পরিবারগুলি।