সীতামরি, ১৬ মে (হি. স.) : অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠিত হয়েছে, এবার দেবী সীতার মন্দিরও তৈরি করবে বিজেপি। বৃহস্পতিবার এক জনসভা থেকে এমনই জানালেন বিজেপি নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিহারের সীতামরিতে এক জনসভায় অমিত শাহ বলেন, বিজেপি ভোটব্যাঙ্ক নিয়ে চিন্তিত নয়। প্রধানমন্ত্রী মোদী অযোধ্যায় রামলালার মন্দির তৈরি করেছেন। এখন যে কাজটি বাকি রয়েছে তা হল মা সীতার জন্মস্থানে একটি মন্দির তৈরি করা। যারা রামমন্দির থেকে নিজেদের সরিয়ে রেখেছে, তারা এটা করতে পারবে না। কিন্তু যদি কেউ মা সীতার মন্দির তৈরি করতে পারে, তা একমাত্র নরেন্দ্র মোদী এবং বিজেপি।

