নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে: গোপন খবরের ভিত্তিতে ফের নেশা সামগ্রী উদ্ধার করে হয়ে পুলিশ। অভিযানে নেশা কারবারি সহ নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
গোপন খবরের ভিত্তিতে পুলিশ নব শান্তিগঞ্জ এলাকায় বুধবার গভীর রাতে মিঠুন মিয়া পিতা আবু কাসেমের বাড়িতে অভিযান চালায়। দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে টাকারজলা থানার পুলিশ সহ টিএসআর জোওয়ানরা ২৯০টি ব্রাউন সুগারের কন্টেনার নগদ ২২০০০ টাকা উদ্ধার করে, পাশাপাশি নেশা কারবারি মিঠুন মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। টাকারজলা থানায় গ্রেফতার নেশা কারবারি মিঠুন মিয়ার বিরুদ্ধে পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার নেশা কারবারি মিঠুন মিয়াকে টাকারজলা থানা এলাকা থেকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়।
জানা যায় দীর্ঘদিন যাবত নেশা কারবারি মিঠুন মিয়া সমতল থেকে শুরু করে পাহাড়ে জনজাতি ও বাঙালি যুবকদের কাছে ব্রাউন সুগারের কন্টেইনার বিক্রি করে মোটা টাকা ইনকাম করে কলাগাছের মতো ফুলে উঠছেন। তাকে এলাকাবাসীরা কয়েকবার ব্রাউন সুগারের বিক্রি করতে বারণ করেছেন কিন্তু কারুর কথায় সে কখনো কর্ণপাত করেন না। তবে এই যাত্রায় নেশা কারবারি মিঠুন মিয়া পুলিশের জালে ধরা পড়ায় এলাকা জুড়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।