ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নন্দননগর স্কুলও চাইছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মুল পর্বে খেলার ছাড়পত্র পেতে। বিদ্রোহী কবি নজরুল বিদ্যালয়কে ছাপিয়ে শীর্ষ স্থানে উঠে আসলো নন্দননগর স্কুল। ‘বি’ গ্রুপে। ২ ম্যাচ খেলে দুটিতেই জয়লাভ করে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত: স্কুল টি-২০ ক্রিকেটে। বামুটিয়ার তালতলা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বৃহস্পতিবার নন্দননগর স্কুল ১১০ রানের বড় ব্যবধানে পরাজিত করে প্রাচ্যভারতী স্কুলকে। আপাতত গ্রুপে বিদ্রোহী কবি নজরুল বিদ্যালয়কে (২.২১৪) ছাপিয়ে নন্দননগর স্কুল (৫.৩০০) রানরেটে শীর্ষে রয়েছে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নন্দননগর স্কুল নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে। প্রথম ম্যাচের মতো এদিনও ২২ গজে ব্যাট হাতে জ্বলে উঠে ইমন পাল। ওপেনিং জুটিতে সত্যজিৎ দেববর্মাকে সঙ্গে নিয়ে ইমন ৯০ বল খেলে ১৪১ রান যোগ করে। সত্যজিৎ ৪৬ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ এবং ইমন ৫২ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯০ রান করে। এছাড়া দলের পক্ষে দলনায়ক জয়দেব সাহা ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ এবং তুহিন দেবনাথ ৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। প্রাচ্য ভারতী স্কুলের পক্ষে মহ: ফারহাদ হোসেন ৩০ রানে ২ টি উইকেট দখল করে। জবাবে কেলতে নেমে বিশাল রানের নীচে চাপা পড়ে যায় প্রাচ্য ভারতী স্কুল। অতিরিক্ত ৩০ রানের সুবাদে দল গুটিয়ে যায় মাত্র ১০০ রানে। দলের পক্ষে মহ: ফারহাদ হোসেন ৩৮ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩২ এবং অঙ্কুর দেবনাথ ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে। নন্দননগর স্কুলের পক্ষে ইমন পাস ১০ রানে ৩ টি উইকেট দখল করে ম্যাচের সেরা ক্রিকেটারের সম্মান পায়।
2024-05-16