নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ১৫ মে: উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমা অন্তর্গত কৃষি বিকাশ কেন্দ্রে এবার ভালো ফল ধরেছে সুস্বাদু লিচু। আনুমানিক দেড়শটি গাছ রয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিজস্ব জায়গায়। প্রতি গাছে প্রায় ৭০ কেজির ওপরে লিচু ধরেছে এবং ব্যবসায়ীদের কাছে বিক্রি করে বাজারজাত করা হয়েছে এই সুস্বাদু লিচুগুলি।
লিচু গাছ ফলনে বেশি পরিশ্রম নেই। তাছাড়া অল্প পরিমাণ সারের প্রয়োজন হয়। সেগুলি হল জৈবসার, গোবর, খৈল, ভার্মিকম্পোজ ব্যবহার করলে ভালো হয় লিচুর ফলন।
এই বিষয়ে ডঃ সজল দেববর্মা(কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, হরটিকালচার) বলেন, গ্রীষ্মের সময় সুস্বাদু ফল যেমন তরমুজ, আম, লিচু, আঙ্গুর ইত্যাদি প্রচুর পরিমাণে ত্রিপুরা রাজ্যের বাজারগুলিতে পাওয়া যায় এবং গ্রাহকরা বাজার থেকে ক্রয় করেন। দেশের বিভিন্ন রাজ্য থেকে এই ফলগুলি আমাদের ত্রিপুরা রাজ্যের বাজারে বাজারজাত হয়ে থাকে। যে সকল ক্রেতারা ফলগুলি কেনেন উনাদের উদ্দেশ্যে তিনি বলেন ১০ থেকে ১৫ মিনিট বেকিং সোডা, জলে লবণ দিয়ে বা ভিনিগারে ভিজেয়ে রেখে তারপর খাবেন, কারণ এইসব ফলে কেমিক্যাল ব্যবহার করা হয় যেমন কি ক্যালসিয়াম কার্বাইড যা আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকারক। বিভিন্ন ধরনের শরীরে রোগ দেখা দিতে পারে বা পেটের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।