হরিদ্বার, ১৫ মে (হি.স.): ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত সইদাবাদের এক কৃষক। ঘটনায় শোকের ছায়া কৃষক পরিবারে।
সইদাবাদের বাসিন্দা তথা কৃষক সানি ত্যাগী (৩০) প্রতিবেশী এক কৃষকের ক্ষেতে আটকে থাকা একটি ট্রাক্টর উদ্ধার করতে আসেন। সেখানেই ঘটে বিপত্তি। উদ্ধারকার্যের সময় ট্রাকটি একদিকে হেলে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চাপা পড়েন এই কৃষক। গ্রামবাসীরা দ্রুত ওই কৃষককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন। সানির মৃত্যুর খবরে শোকের ছায়া নামে গ্রামে।