বরদোয়ালি স্কুল-১২৯
শ্রীকৃষ্ণ মিশন স্কুল-১৩২/১
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। চন্দ্রস্নাত বোলিংয়ে দলকে এগিয়ে নিলে সাফল্যের অবশিষ্টাংশ এসেছে শঙ্খনীলের ব্যাট থেকে।
স্কুল ক্রিকেটে দুরন্ত জয় শ্রীকৃষ্ণ মিশন স্কুলের। শঙ্খনীল সেনগুপ্ত-র ঝড়ো ব্যাটিংয়ে। পরাজিত করলো বড়দোয়ালী স্কুলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত: স্কুল টি-২০ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে শ্রীকৃষ্ণ মিশন স্কুল জয়লাভ করে ৯ উইকেটে। বড়দোয়ালি স্কুলের গড়া ১২৯ রানের জবাবে শ্রীকৃষ্ণ মিশন স্কুল ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের শঙ্খনীল ৬৮ রান বেশ উল্লেখযোগ্য। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শ্রী কৃষ্ণ মিশন স্কুলের বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে তেমনভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি বড়দোয়ালি স্কুলের ব্যাটসম্যান-রা। দল মাত্র ১২৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রোহিত বর্মন ২৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, বিজয় নন্দী ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং অর্ঘজিৎ শীল ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। শ্রীকৃষ্ণ মিশন স্কুলের পক্ষে চন্দ্রস্নাত গোস্বামী ১২ রানে ৩ টি, সৌরদীপ দেববর্মা ২৭ রানে এবং সৌম্যজিৎ চক্রবর্তী ২৯ রানে ২ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে শ্রীকৃষ্ণ মিশন স্কুল ১৫. ২ ওভারে উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শঙ্খনীল সেন গুপ্ত ৫০ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে ৬৮ রানে এবং অংশুমান নন্দী ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রানে অপরাজিত থেকে যায়। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে বিজয়ী দলের শঙ্খনীল।