মাহির্ণব, অভিনবের হাত ধরে প্রথম জয় পেলো হোলিক্রশ স্কুল

হোলিক্রশ-‌১৭৫/‌৫

আম্বেদকর স্কুল-‌১১৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচেই প্রথম জয়ের স্বাদ পেল হলিক্রশ স্কুল। বামুটিয়ার তালতলা মাঠে বুধবার হোলিক্রশ স্কুল ৫৭ রানে পরাজিত করলো ড:‌ বি আর আম্বেদকর স্কুলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আযোজিত সদর আন্ত:‌ স্কুল টি-‌২০ ক্রিকেটে। ম্যাচে হোলিক্রশ স্কুলের গড়া ১৭৫ রানের জবাবে ডি:‌ বি আর আম্বেদকর স্কুল ১১৮ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের মাহির্ণব লস্কর অর্ধশতরান করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে হোলিক্রশ স্কুল ১৭৫ রান করে। দলের দুই ওপেনার মাহির্ণব এবং অভিনব তঁাতি শুরুটা দুরন্ত করে। ওপেনিং জুটিতে ঝড়ো ব্যাট করে দুজন ৬৫ বল খেলে যোগ করে ১১১ রান। অভিনব ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ রান করে আউট হলেও অর্ধশতরান করতে ভুল করেনি মাহির্ণব। হোলিক্রশ স্কুলের ওই ওপেনারটি ৪১ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করে। এছাড়া দলের পক্ষে দলনায়ক দিগ্বীজয় ২৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। জবাবে খেলতে নেমে শুরুটা ভালো করলেও ওহলিক্রশ স্কুলের বোলারদের আটোসাটো বোনলিংয়ের সামনে ১১৮ রানে গুটিয়ে যায় আম্বেদকর স্কুল। দলের পক্ষে দলনায়ক সন্দীপন দাস ৪১ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৯, সুব্রত পাল ২১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং আধি দেবনাথ ২৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। হোলিক্রশ স্কুলের অভিনব তাঁতি ১৬ রানে ৩ টি উইকেট দখল করে। অভিনব পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতার।