নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) : অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই ভোটপ্রচারে ব্যস্ত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। প্রতিদিনই কোথাও না কোথাও নির্বাচনী জনসভা করছেন তিনি, বৃহস্পতিবার পঞ্জাবে নির্বাচনী জনসভা করবেন কেজরিওয়াল। পাশাপাশি তিনি রোড শো করবেন। রোড শো শেষে স্বর্ণমন্দিরেও যাবেন কেজরিওয়াল।
ভোট প্রচারের জন্যই জামিন পেয়েছেন কেজরিওয়াল, আর তাই সময় নষ্ট করছেন না তিনি। এএপি সূত্রের খবর, বৃহস্পতিবার পঞ্জাবে নির্বাচনী জনসভা করবেন দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি তিনি রোড শো করবেন। রোড শো শেষে স্বর্ণমন্দিরেও যাবেন কেজরিওয়াল।