বারাণসী, ১৪ মে : প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বারাণসী লোকসভা আসন থেকে টানা তৃতীয়বারের মতো দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সপ্তম ও শেষ দফায় বারাণসী আসনের ভোট হবে ১ জুন। মঙ্গলবার ছিল সপ্তম পর্বের মনোনয়ন দাখিলের শেষ দিন।
পুষ্প নক্ষত্রে কালেক্টরেট চত্বরে জেলা নির্বাচন অফিসারের সামনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। গঙ্গা সপ্তমীতে মা গঙ্গাকে প্রণাম করার পর প্রধানমন্ত্রী কাশীর কোতোয়াল বাবা কাল ভৈরবের দ্বারস্থ হন, তাঁর কাছ থেকে অনুমতি ও আশীর্বাদ নেন এবং সেখানে নাম নথিভুক্ত করেন। সোমবার কাশী বিশ্বনাথের আনুষ্ঠানিক পুজো করেছিলেন মোদি। কাল-ভৈরব মন্দিরে পুজো এবং কালেক্টরেট কমপ্লেক্সে মনোনয়নের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত ছিলেন।