উমরাংসো (অসম), ১৪ মে (হি.স.) : ডিমা হাসাও জেলার শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংসোতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বছর ১৯-এর এক যুবক। মঙ্গলবার উমরাংয়োর লঙ্কু এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
জানা গেছে, লংকা থেকে এএস ০২ কে ৮৫৭৬ নম্বরের মোটর সাইকেল নিয়ে পাপ্পু সরকার নামের যুবক উমরাংসোর ১২ কিলো এলাকায় নিজের বাড়িতে আসছিলেন। কিন্তু লঙ্কু এলাকায় এএস ০১ পিসি ২৭০০ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে পাপ্পু সরকারের মোচর বাইকের। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান পাপ্পু সরকার।
সংঘর্ষ এতটাই ভয়ংকর ছিল যে, মোটর সাইকেলটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে।