গুয়াহাটি, ১৩ মে (হি.স.) : গুয়াহাটি রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুই বাংলাদেশি সন্ত্রাসবাদীকে বাহার মিয়াঁ এবং রাসেল মিয়াঁ বলে পরিচয় পাওয়া গেছে। তারা গুজরাট থেকে আসছিল, গন্তব্য ছিল শিলচর।
প্রাথমিক তদন্তে নেমে কিছু প্রামাণিক নথিপত্র হাতে পেয়ে পুলিশের সন্দেহ, ধৃত দুই বাংলাদেশি বাহার মিয়াঁ এবং রাসেল মিয়াঁ জিহাদি ‘আল কায়দা’র ভ্রাতৃ সংগঠন ‘আনসার-উল্লাহ বাংলা টিম’ (এবিটি) নামের বাংলাদেশের নিষিদ্ধ কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনের অন্যতম সদস্য।
অসম পুলিশের স্পেশাল সেল তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এ মুহূৰ্তে ধৃত দুজনকে অসম পুলিশের স্পেশাল শাখার আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন।

