রেশন দোকানের ডিলারদের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মে: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বৃক্ষরোপণ উৎসব সংগঠিত করল রেশন সপ ডিলাররা। এ ধরনের কর্মসূচি পালনের মধ্য দিয়ে তারা সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। ভবিষ্যতেও তারা এ ধরনের সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসবে বলে জানিয়েছে।

ধর্মনগর মহকুমা ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির  বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   এদিনের অনুষ্ঠানে ২৫০-৩০০ এর অধিক গাছের চারা লাগানো হয় এই চারটা বিধানসভার মধ্যে। ধর্মনগর মহকুমা ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির উদ্যোগে ডি.এন.ভি স্কুল ময়দানের পাশে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উনাদের এই মহৎ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।  ক্লিন ধর্মনগর, গ্রিন ধর্মনগর, লাভ ধর্মনগর এই মন্ত্রে উজ্জীবিত হয়ে রেশন শপ ডিলাররাও এগিয়ে এসেছেন।  এইভাবে সর্বস্তরের জনগণ এগিয়ে এলে অন্তত পক্ষে  গ্রিন ধর্মনগর সফল করে প্রকৃতির রুদ্ররোষ এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতা থেকে ধর্মনগরকে রক্ষা করা যাবে ।

বিজ্ঞানীদের অভিমত এই মুহূর্তে সারা পৃথিবীতে এক লক্ষ কোটি গাছ কমতি আছে। উনাদের আরো অভিমত এই এক লক্ষ কোটি গাছ লাগানোর মত পৃথিবীতে জায়গা আছে কিন্তু মানুষের মনে সে জায়গা বা উৎসাহ নেই। পৃথিবী এবং মানব সভ্যতা ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া সত্ত্বেও মনুষ্যকুল নির্বিকার। তাই এই বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহন করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *