কলকাতা, ১৩ মে, (হি.স.): বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে আপাতত কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। তাঁর দায়ের করা মামলার শুনানি মঙ্গলবার। কলকাতা হাই কোর্টে এই শুনানি হবে। সোমবার হাই কোর্ট সূত্রে এই খবর জানা গিয়েছে।
সম্প্রতি একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা হিন্দুস্থান সমাচার যাচাই করেনি) প্রকাশ্যে আসে। সেখানে গঙ্গাধর কয়ালের মুখ দেখা যায় বলে অভিযোগ ওঠে। যদিও গঙ্গাধর ভিডিয়োটি ভুয়া দাবি করে সিবিআইয়ের কাছে ইমেল মারফত অভিযোগ জানান। একইসঙ্গে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন। দাবি করেন, নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা করেন গত শুক্রবার।
অন্যদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসেও সন্দেশখালি সংক্রান্ত মামলা চলছে। এই আবহে আগামিকাল দুপুর ২টোয় শুনানি হবে গঙ্গাধর কয়ালের নিরাপত্তা সংক্রান্ত মামলার।