নয়াদিল্লি, ১৩ মে (হি. স.): অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ তথা দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগ। সোমবার এমনই অভিযোগ জানিয়ে দু’বার ফোন যায় দিল্লি পুলিশের কাছে।
পুলিশের দাবি, নিজেকে স্বাতী দাবি করে সোমবার সকালে এই ফোন করা হয়েছিল দিল্লি পুলিশের কন্ট্রোলরুমে। ফোনের ওপারে থাকা মহিলা জানান, তিনি স্বাতী মালিওয়াল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমার তাঁকে মারধর করেছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে। এর কিছুক্ষণ পর আরও একটি ফোন আসে পুলিশের কাছে যেখানে বলা হয়, আপ্ত সহায়কের মারধরের পেছনে মুখ্যমন্ত্রীর হাত রয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল পড়ে যায়। সূত্রের খবর, পুলিশ যখন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে পৌঁছায় তখন মালিওয়াল সেখানে ছিলেন না। যদিও এই ফোনের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন স্বাতী নিজে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।