জনগণের টাকা আত্মসাৎ, গা ঢাকা পোস্ট অফিসের এমডির

আগরতলা, ১৩ মে: জনগণের ১৫ লক্ষ টাকা আত্মসাৎ-র অভিযোগ উঠেছে পানিসাগর সাব পোস্ট অফিসের এমডি পূরবী নাথের বিরুদ্ধে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, পোস্ট অফিসে কর্মরত পশ্চিম পানিসাগর সাব পোস্ট অফিসে কর্মরত পূরবী নাথ পোস্ট অফিসের গ্রাহকদের বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে দীর্ঘদিন যাবত গ্রাহকদের জমাকৃত টাকা জমা করেননি। জনগণের সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়েছেন তিনি।

অনেক সংখ্যক গ্রাহকের পাসবুক পূররী নাথ নিজের কাছে রেখে দিতেন। আজ অনেক গ্রাহক তাদের পাসবুক নিতে  পোস্ট অফিসে গেলে তাদের পাসবুক পাওয়া যায়নি। গ্রাহকরা নিজেদের টাকা   থেকে বঞ্চিত হয়ে খালি হাতে বাড়ি ফিরে যেতে হচ্ছে। এভাবে এক এক করে প্রতিদিন পোস্ট অফিসে আসা উইড্রেল থেকে বঞ্চিত গ্রাহকদের সংখ্যা বর্ধিত হলে এলাকা জুড়ে সুর গোল সৃষ্টি হয়ে পরে। 

এবিষয়ে পশ্চিম পানিসাগর পোস্ট অফিসের কর্তব্যরত ব্রাঞ্চ ম্যানেজার টিনা দে বলেন, গত ২৩ সালের মে মাসে কর্মে নিযুক্ত হওয়ার পর এমডি পূরবী নাথের বিভিন্ন অভিযোগ তাঁর সম্মুখে আসে। এমনকি এমডি পূরবী নাথ ব্রাঞ্চ ম্যানেজার টিনা দের স্বাক্ষর নকল করে অফিসিয়েলি  ব্যবহার করেছেন। তা ব্রাঞ্চ ম্যানেজার টিনা দে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *