নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: সরকারি উদাসীনতায় ছামনুর বিস্তীর্ণ এলাকাজুড়ে দুর্ভিক্ষের অবস্থা চলছে। বিজেপি বিকশিত ভারতের স্বপ্ন দেখছে। তবে ত্রিপুরা রাজ্যে মানুষ অভাবে অনটনে জর্জরিত, সেদিকে নজর নেই বিজেপির। সোমবার জনজাতি এলাকাগুলি পরিদর্শন করে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে বাম বিধায়কদের প্রতিনিধি দল পশ্চিম গোবিন্দবাড়ির থালছড়া, রাসমণি রোয়াজাপাড়া, ৩২ কিমি, খাকচাঙকামী ইত্যাদি এলাকা পরিদর্শন করেন এদিন। কথা বলেন এলাকার জনগণের সঙ্গে। এলাকাগুলি পরিদর্শন করে সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, এডিসি ভিলেজগুলি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সরকার উদাসীন।
তিনি বলেন, ছামনু ব্লকের পশ্চিম গোবিন্দবাড়ি ভিলেজের রাসমণি পাড়া এলাকায় পরিদর্শনে জানা গেছে সেখানে ৭ মে এক মহিলার মৃত্যু হয়েছে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে। কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের কোনো টিম এখানে এসে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করেনি, যাতে করে এই ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি না পায়। এছাড়াও এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা রয়েছে। এছাড়াও এলাকাগুলিতে নেই রেগার কাজ। যার ফলে আর্থিক অভাবের সম্মুখীন এলাকার জনগণ। কাজ ও খাদ্যের অভাবে একপ্রকার এলাকাগুলির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কাজের খোঁজে তারা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যাচ্ছেন। সেখানে প্রায় এক সপ্তাহ কাজ করে কিছু টাকা এনে সংসার প্রতিপালন করছেন।
বিরোধী দলনেতা আরো বলেন, এই সকল বিষয়ে রাজ্য সরকার উদাসীন। এই রাজ্যে থেকে তাদের কাজের জন্য অন্য দেশে যেতে হচ্ছে নিজের খবর জোগাতে। এর থেকে খারাপ কি হতে পারে। তিনি রাজ্য সরকারকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়েছেন।