মোরাদাবাদ, ১৩ মে (হি. স.): মোরাদাবাদ–আলিগড় হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩ ব্যাঙ্ক কর্মী। দুর্ঘটনাটি ঘটে সোমবার। পুলিশ সূত্রে জানা গেছে, হাইওয়ে ধরে তীব্র গতিতে ছুটছিল একটি গাড়ি। আচমকা সামনে লাফিয়ে পড়ে একটি বাঁদর! মুহূর্তের জন্য ঘাবড়ে যান চালক। বাঁদরটিকে বাঁচাতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। গাড়িতে থাকা তিন ব্যক্তির মৃত্যু হয়।
জানা গেছে, উত্তর প্রদেশের একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী ছিলেন ওই ৩ জন। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ওই বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার সৌরভ শ্রীবাস্তব এবং ক্যাশিয়ার দিব্যাংশু। গুরুতর আহত অপর ব্যাঙ্ককর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সেখানে মারা যান।