নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১২ মে: সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে রবিবার হালাহালি বাজারে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। মিছিলটি এদিন এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পার্টি অফিসের সামনে এসে এক বিক্ষোভ সভায় মিলিত হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের নেতৃবৃন্দ।
রাজ্যজুড়ে কাজ-খাদ্যের তীব্র সংকট দূর করতে ব্যাপক হারে রেগা -টুয়েপ সহ অন্যান্য সরকারি কাজের ব্যবস্হা, রেগার বকেয়া মজুরী মিটিয়ে দেওয়া এবং বিদ্যুতের অচলাবস্হা দূর করা, পেট্রোপণ্যের সংকট সুরাহা করতে ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ করা, ভেঙে পড়া রাস্তাগুলি অবিলম্বে সংস্কারের দাবীতে সিপিআই(এম) কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে রবিবার হালহালির সাপ্তাহিক বাজারে লাল ঝান্ডার মিছিল প্রখর রৌদ্রতাপকে উপেক্ষা করে উত্তর থেকে দক্ষিণ বাজার পরিক্রমা করে সিপিআই(এম) অফিসের সম্মুখে এসে শেষ হয়।
এদিনের এই বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন সিপিআই(এম) কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস। তিনি বলেন, রাজ্যজুড়ে এক অরাজকতার পরিবেশ চলছে। রাজ্যের জনগণ কিভাবে ভাল থাকতে পারে তার জন্য কোন সুপরিকল্পিত উদ্যোগ যে নেই তা বর্তমান অবস্হা থেকেই উপলব্ধি করা যায়। পূর্বতন বামফ্রন্ট সরকার প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে সংকট তৈরী হলে পেট্রোপণ্য ও নিত্য পণ্যের বাফার স্টক গড়ে তুলতো এবং কালোবাজারীর বিরুদ্ধে প্রশাসনকে সক্রিয় রাখতো বর্তমান সরকারের এই ক্ষেত্রে প্রচন্ড দুর্বলতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন যে বামফ্রন্ট সরকারের সময়ের হাতে নেওয়া সাব্রুমের মৈত্রী সেতু চালু করলেই রাজ্যের এই বড় সমস্যাগুলি তৈরী হবে না এবং নানাভাবে রাজ্যের অগ্রগতি ঘটবে এবং একই সঙ্গে লামডিং’র রেলপথ ও সোনারপুরের সড়ক পথের মান উন্নয়ন ঘটানোর দাবী জানান। এই নায্য দাবিগুলি নিয়ে আগামীদিনে আরো বড় আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি তোলা হয় এদিনের বিক্ষোভ সভায়। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে রাজ্যের সার্বিক উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করার জন্য দলের তরফ থেকে দাবি জানানো হয় এদিন।

