আমেঠি, ১২ মে (হি. স.): কংগ্রেসের যুবরাজকে আমেঠির জনতা বাইরে পাঠিয়ে দিয়েছে বলে খোঁচা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।
রবিবার আমেঠির সভা থেকে তিনি বলেন, এই আমেঠি রাজনৈতিক ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছে, যখন কংগ্রেসের শাহজাদার বিরুদ্ধে ভোট দিয়ে তাঁকে পরাস্ত করা হয়ছিল। আমেঠির জনতা বুঝিয়ে দিয়েছিল যদি তাঁদের সাংসদ বিগত ১৫ বছর ধরে কোনও কাজ না করে তাহলে শুধু তিনি কেন তাঁর গোটা পরিবারের ব্যাগও গুছিয়ে দেওয়ার ক্ষমতা গরীব মানুষদের আছে।
স্মৃতি ইরানি আরও বলেন যে, বিগত ৫০ বছর বিশেষ করে গত ১৫ বছরে কংগ্রেস সরকার এই কেন্দ্রের কোনও উন্নতি করেননি। সেখানে গত পাঁচ বছরে বিজেপির ডবল ইঞ্জিন সরকার এই কেন্দ্রের ওপর বিশেষ নজর দিয়েছে এবং আমেঠি কেন্দ্রের উন্নতি করেছে।