আগরতলা, ১১ মে: ভিকি হত্যাকান্ডে আটক অভিযুক্ত সন্দীপ কর ওরফে আকাশকে আজ ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে পাঁচদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। এদিন মুখ্য বিচার বিভাগীয় আদালতের তাকে প্রেরণ করা হয়েছে।
এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী শংকর
লোধ জানিয়েছেন, ভিকি হত্যাকান্ডের পর পুলিশ ঘটনাস্হলের সিসি ক্যামেরা খতিয়ে দেখেছে। আকাশ করকে ঘটনাস্হল থেকে পালিয়ে যেতে দেখা গিয়েছে। তাছাড়া, অভিযুক্ত সুস্মিতা সরকারকে জিজ্ঞাসাবাদ করার পর আকাশের নাম উঠে আসে।