পূর্ব শত্রুতার জেরে ফলন্ত শশা গাছ কেটে ও সোলার পাম্প ভেঙে দিয়েছে দুষ্কৃতি

আগরতলা, ১১ মে: গতকাল গভীর রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায় এক কৃষকের ফলন্ত শশা গাছ কেটে,সোলার পাম্প ভেঙে দিয়েছে। পূর্ব শত্রুতার জেরে অভিজিৎ সরকার নামে জনৈক কর্মী ওই ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষক রায় চাঁদ সরকারের পরিবারের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে জিবি বাজার পুলিশ ফাঁড়ির অন্তর্গত ইন্দ্রনগর এলাকার অভিজিৎ সরকার নামে এক যুবক গতকাল গভীর রাতে রায় চাঁদ সরকারের আধা কানি ফলন্ত শশা গাছ কেটে দেয় ,ভেঙে দেয় সোলার পাম্পও। রাতের আঁধারে অভিজিৎ সরকার তার হেলমেট ফেলে যায়।এই বিষয়ে অভিজিৎ সরকারের বিরুদ্ধে বামুটিয়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করবেন ক্ষতিগ্রস্ত কৃষক রায় চাঁদ সরকার বলে জানিয়েছেন।

আরও জানা গিয়েছে, অভিজিৎ সরকার মহাকরণে বিদ্যুৎ কর্মী হিসাবে কাজ করেন ,সেই সুবাদে নাকি তাকে কেও কিছু করতে পারবে না কারণ তার সঙ্গে নাকি অনেক বড় বড় অফিসার,পুলিশ কর্মীদের উঠা বসা।