বলাঙ্গির, ১১ মে (হি.স.): বিজু জনতা দল (বিজেডি)-কে বিদায় জানানোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ওডিশায়। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ওডিশার বলাঙ্গিরের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সমগ্র ওডিশা একজোট হয়ে বলছে, ‘ওডিশার জন্য ডাবল ইঞ্জিন সরকার’।” জি-২০ সম্মেলনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দিল্লিতে যখন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল…সমগ্র বিশ্বের বড় বড় নেতারা এসেছিলেন। আমি কোনার্ক সূর্য মন্দিরের চক্রের সামনে তাঁদের সাথে ছবি তুলেছি, আমাদের সরকার ওড়িয়া বীরত্বের প্রতীক পাইকা সংগ্রামের মেমোরিয়ালকে স্বীকৃতি দিয়েছে। সবচেয়ে বড় কথা হল বিজেপি সরকারই প্রথম একজন আদিবাসী কন্যাকে দেশের রাষ্ট্রপতি করেছে। এখন ওডিশার মেয়ে দেশের তিন বাহিনীরই নেতৃত্ব দিচ্ছেন। এখন ওডিশার মেয়ে দেশের গর্ব।”
প্রধানমন্ত্রী মোদী এদিন ফের বলেছেন, “৪ জুন বিজেডি সরকারের মেয়াদ শেষ হচ্ছে! ১০ জুন ভুবনেশ্বরে শপথ নেবেন বিজেপির মুখ্যমন্ত্রী। আমরা আপনাদের এমন একজন মুখ্যমন্ত্রী দেব যিনি ওডিশায় জন্মগ্রহণ করেছেন এবং যিনি এই দেশের ঐতিহ্যকে জানেন এবং গুরুত্ব দেন।” মোদী বলেছেন, “বিজেডি সরকার কৃষকদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। এখানে ধান চাষিরা নিজেদের এমএসপিও পান না। এখানে ধান মান্ডিতে কেলেঙ্কারি হয়। কৃষকের অর্থের একটি বড় অংশ ফসল কাটা এবং ছাঁটাইতে যায়।” কৃষকদের সমস্যার সুরাহার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।