ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা তিন ম্যাচে জয় অর্থাৎ জয়ের হ্যাটট্রিক কসমোপলিটন ক্লাবের। তৃতীয় ম্যাচের মাথায় আজ, শনিবার পোলস্টারকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়ে কসমোপলিটন জয়ী হয়েছে। খেলা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন ক্লাব লীগ টুর্নামেন্ট। সকালের বৃষ্টিতে ম্যাচ শুরুতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে ২০ করা হয়। বেলা ১:২৫ মিনিট নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে পোলস্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে কসমোপলিটন সীমিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে শংকর পাল অনবদ্য ৭৪ রান পায় ৪০ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। বাবুল দে-র ২৮ রানও কিছুটা উল্লেখ করার মতো। পোলস্টারের সুভাষ চক্রবর্তী ৩২ রানে চারটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে পোলস্টার খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৯.১ ওভারে চার উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে। আয়ুশ দেবনাথ সর্বাধিক ৪৩ রান পায়। কসমোপলিটনের চন্দন রায় তিনটি এবং অভিজিৎ চক্রবর্তী দুটি উইকেট পেয়েছিল। নির্দিষ্ট পদ্ধতিতে কসমোপলিটনকে ১২৫ রানে জয়ী ঘোষণা করা হয়। বিজয়ী দলের ব্যাটার্সের দুর্দান্ত পারফরমেন্সের জন্য শংকর পাল কে ম্যান অব দ্যা ম্যাচের খেতাব দেওয়া হয়েছে।
2024-05-11