আগরতলা, ১১ মে : দল বিরোধী কার্যকলাপের অভিযোগে আমবাসা মন্ডলের সভাপতি চন্দন ভৌমিককে শোকজ করল প্রদেশ বিজেপি। আজ প্রদেশ বিজেপি তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃক্ষলাভঙ্গ এবং সংগঠন বহিভূত কার্যকলাপের অভিযোগে আমবাসা মন্ডলের সভাপতি চন্দন ভৌমিককে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্যের নির্দেশক্রমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে নীটশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।