আগরতলা, ১১ মে : পেট্রোল-ডিজেল নিয়ে দুপুর তিনটায় একটি পণ্যবাহী ট্রেন ত্রিপুরায় এসে পৌঁছলো। মোট ৪৯টি রেকে করে ১৪ লক্ষ লিটার পেট্রোল এবং ২০ লক্ষ ৩০ হাজার লিটার ডিজেল ধর্মনগর স্টেশনে পৌছে গেছে। এর মধ্যে কুড়িটি রেকে ৩ লাখ ৫০ হাজার পেট্রোল এবং ১০ লাখ ৫০ হাজার লিটার ডিজেল নিয়ে ট্রেনের রেক ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের সাইডিং ইয়ার্ডে পৌছে গেছে।
ইতিমধ্যে তেল নামানোর কাজ শুরু হয়ে গিয়েছে। রাতের মধ্যে তেল নামানোর কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন নিগম কতৃপক্ষ। রাতেই ট্যাঙ্কার লরিগুলোতে তেল বোঝাইয়ের কাজ শেষ হয়ে গেলে লরিগুলো রাজ্যের বিভিন্ন পাম্পের উদ্দেশ্যে রওয়ানা দেবে বলে জানা গিয়েছে। পাশাপাশি রাতের মধ্যেই বাকী ওয়াগন গুলো সাইডিং ইয়ার্ডে চলে যাবে এবং আগামীকাল সকালের মধ্যেই এগুলো খালি হয়ে যাবে।
এদিকে আজ রাতেই ধর্মনগরে এসে পৌছাচ্ছে আরও ২৪ ওয়াগনে ১৬ লক্ষ আশি হাজার লিটার ডিজেল।

