নয়াদিল্লি, ৬ মে (হি.স.): লোকসভা নির্বাচনের দুই দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, মঙ্গলবার (৭ মে) লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। এই দফায় পশ্চিমবঙ্গের ৪টি সংসদীয় আসন-সহ মোট ৯৩টি লোকসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের ৪টি ছাড়াও অসমের ৪টি, বিহারের ৫টি, ছত্তিসগড়ের ৭টি, গোয়ার ২টি, গুজরাটের ২৬টি, কর্নাটকের ১৪টি, মধ্যপ্রদেশের ৮টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তর প্রদেশের ১০টি, দাদরা ও নগর হাভেলির দু’টি ও জম্মু ও কাশ্মীরের একটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। এই দফায় ভাগ্যপরীক্ষা ১,৩৫১ জন প্রার্থীর, তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, ডিম্পল যাদব, সুপ্রিয়া সুলে প্রমুখ।
দেশের যে যে আসনে ৭ মে ভোট
১. অসম : (ধুবড়ি, কোকরাঝাড়, বরপেটা ও গুয়াহাটি)
২. বিহার : (ঝাঁঝরপুর, সুপল, আরারিয়া, মাধেপুরা, খাগরিয়া)
৩. ছত্তিশগড় : (সরগুজা, রায়গড়, জাঞ্জগীর-চাঁপা, কোরবা, বিলাসপুর, দুর্গ, রায়পুর)
৪. গোয়া : (উত্তর গোয়া ও দক্ষিণ গোয়া)
৫. গুজরাট : (কচ্ছ, বনাসকাঁথা, পাটন, মহেসানা, সবরকাঁথা, গান্ধীনগর, আহমেদাবাদ পূর্ব, আহমেদাবাদ পশ্চিম, সুরেন্দ্রনগর, রাজকোট, পোরবন্দর, জামনগর, জুনাগড়, আমরেলি, ভাবনগর, আনন্দ, খেদা, পঞ্চমহল, দাহোদ, ভাদোদরা, ছোট উদয়পুর, ভারুচ, বারদোলী, সুরাট
নবসারী, ভালসাদ)
৬. কর্ণাটক : (চিক্কোদি, বেলগাঁও, বাগলকোট, বিজাপুর, গুলবার্গা