ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের হ্যাটট্রিক মণিপুরের। ২৮ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল আসরে মনিপুর পরপর তিন ম্যাচে জয়ের সুবাদে গ্রুপ লিগে শীর্ষস্থানে অবস্থান করছে। মনিপুর সোমবার ৩-০ গোলের ব্যবধানে মহারাষ্ট্রকে পরাজিত করেছে। এর আগে মনিপুর যথাক্রমে ঝাড়খন্ডকে ৭-০ গোলে এবং সিকিমকে নয়-দুই গোলে পরাজিত করেছিল। সোমবারে কলকাতায় বি গ্রুপের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় ফেডারেশন মাঠে উড়িষ্যা ২-০ গোলে ঝাড়খণ্ডকে পরাজিত করেছে। এটি তাদের টানা দ্বিতীয় জয়। বিকেল চারটায় একই মাঠে হরিয়ানা ৫-০ গোলে সিকিমকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে। মনিপুরের পর দ্বিতীয় শীর্ষে রয়েছে হরিয়ানা। পয়েন্টের নিরিখে উড়িষ্যার সঙ্গে সমান হলেও গোল ব্যবধানে হরিয়ানা এগিয়ে। পরবর্তী ম্যাচ ৮ই মে রেলওয়েজ খেলবে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে। চন্ডিগড় খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে এবং পাঞ্জাব ও দিল্লি পরস্পরের মুখোমুখি হবে।
2024-05-06