আগরতলা, ৬ মে: তীব্র গরমের কিছুটা স্বস্তি দিতে আজ মজদুর মনিটরিং সেল ভারতীয় স্থল বন্দর কর্তৃপক্ষের সহায়তায় আখাউড়া স্থল বন্দর দিয়ে আগত যাত্রীদের মধ্যে ঠান্ডা পানীয়, তরমুজ সহ নানা জলযুক্ত ফল বিতরণ করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তুষার চক্রবর্তী, বিএসএফের আধিকারিক সহ অন্যান্যরা।
এদিন মেয়র বলেন, সারা রাজ্যের সাথে আগরতলা ও তীব্র দাবদাহে জ্বলছে। এই গরমকে উপেক্ষা করে কাজ করে যাচ্ছে সাধারণ মানুষ। তাই রাজ্য সরকার ও আগরতলা পুর নিগমের তরফ থেকে বিভিন্ন জায়গায় জলছত্রের আয়োজন করা হয়। এরই অঙ্গ হিসেবে আজ ভারতীয় স্থল বন্দর কর্তৃপক্ষের সহায়তায় আখাউড়া স্থল বন্দর দিয়ে আগত যাত্রীদের মধ্যে ঠান্ডা পানীয়, তরমুজ সহ নানা জলযুক্ত ফল বিতরণ করা হয়েছে। গরম থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য পথ চলতি মানুষের মধ্যে ঠান্ডা পানীয় জল, সহ তরমুজ বিতরণ করা হচ্ছে।