বীরভূম, ৬ মে (হি.স.) : বীরভূমের সভা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি সেই কথাই বলি যা আমি রাখতে পারব। যে কথা রাখতে পারব না তা আমার মুখ দিয়ে বলানো যাবে না।”
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাকে দেখতে হয় আমার কাছে টাকা আছে কি না। দিল্লি তো সব টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের এক লক্ষ ৭৪ লক্ষ বকেয়া। সব বন্ধ।’’
বীরভূমের সভা থেকে মমতা বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। সারা দেশটাকে লুট করে দিয়েছে মোদী সরকার। আমি বললে দোষ হবে। যখন অর্থমন্ত্রীর স্বামী দাঁড়িয়ে বলেন, দেশ লুট হয়ে গেল, দেশে আর কোনও দিন হবে না যদি মোদী আবার আসে। নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে। সব লুট করেছে।’’
মমতা বলেন, ‘‘তিন বছর ধরে ১০০ দিনের কাজ করতে দেয় না বাংলাকে। তা সত্ত্বেও আমরা নিজেদের ক্ষমতার জোরে একটা কর্মশ্রী প্রকল্প করছি। যেখানে জব কার্ড হোল্ডাররা বছরে ৫০ দিনের কাজ পাবেন। সব টাকা আমরা দেব।’’