ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দ্বিতীয় ম্যাচে আগামীকাল ঘুরে দাঁড়াতে চাইছে ইউনাইটেড বিএসটি। প্রতিপক্ষ বনমালীপুর ক্রিকেট ক্লাব। খেলা সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লীগ ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজক ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিসিসি চলতি টুর্নামেন্টে আগামীকালই প্রথম মাঠে নামছে। ইউনাইটেড বিএসটি কিন্তু রবিবারে প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরে একধাপ পিছিয়ে রয়েছে। এবারকার মরশুমে ইউনাইটেড বিএসটি তপন স্মৃতি ক্রিকেটে প্রি-কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড ফ্রেন্ডস এর কাছে হেরে নকআউট হয়েছিল। সমীরণ চক্রবর্তী স্মৃতি ক্রিকেটে অবশ্য মূল পূর্বে পৌছলেও কোয়ার্টার ফাইনালে সেই ইউনাইটেড ফ্রেন্ডস এর কাছেই হেরে ছিটকে যেতে হয়েছিল। বিসিসি তপন স্মৃতি ক্রিকেটে কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেও স্ফুলিঙ্গের কাছে হেরে নক আউট হয়েছিল। সমীরন চক্রবর্তী স্মৃতি ক্রিকেটে গ্রুপ লীগের আসরে টানা ছয়টি ম্যাচ হেরে বিসিসির অবস্থা সঙ্গীন হয়ে উঠেছিল। আগামীকাল এ ডিভিশন ক্লাব লীগ আসরে দু দল কতটুকু ঘুরে দাঁড়াতে পারে তা দেখতে চাইছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
2024-05-06