হামিরপুর, ৪ মে (হি.স.): উত্তর প্রদেশে রায়বেরেলি সংসদীয় আসনের প্রার্থী হওয়ায় আবারও রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর বলেছেন, ওয়ানাডে পরাজয়ের ভয়ে রায়বেরেলিতে গিয়েছেন রাহুল।
হিমাচল প্রদেশের হামিরপুর সংসদীয় আসনের বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর বলেছেন, “রাহুল গান্ধী যখন নিজের ”যাত্রা”য় ”ভয় পেও না” স্লোগান দিচ্ছিলেন, তাহলে তিনি আমেঠি ছেড়ে ওয়ানাডে গেলেন কেন? এখন, তিনি ওয়ানাডেও পরাজয়ের ভয় পাচ্ছেন। তাই, তিনি রায়বরেলিতে এসেছেন। এখানে আবার, তিনি ব্যর্থতার মুখোমুখি হবেন।”