বেগুসরাই, ৩ মে (হি.স.): উত্তর প্রদেশের রায়বেরেলি সংসদীয় আসন থেকে রাহুল গান্ধীর প্রার্থী হওয়া নিয়ে কটাক্ষ করলেন প্রবীণ বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর মতে, “যেখানে পরাজিত হয়, সেখানে পুনরায় ফিরে যায় না গান্ধী পরিবার।”
শুক্রবারই রায়বেরেলি সংসদীয় আসনের প্রার্থী হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। এ প্রসঙ্গে এদিন গিরিরাজ সিং বলেছেন, “রাহুল গান্ধী আমেঠিতে হেরে যাওয়ার পর সেই আসন ছেড়ে দেন। এবার যদি তিনি রায়বেরেলিতেও হারেন, তাও তিনি ছাড়বেন। বাহাদুর শাহ জাফর যেমন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন, রায়বেরেলি গান্ধী পরিবারের জন্যও তাই।”