ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস কে সামনে রেখে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের কিছু কর্মসূচি রূপায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ম আন্তর্জাতিক যোগা দিবসের আয়োজন সহ বিবিধ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন আগামীকাল বৈঠকে মিলিত হচ্ছে। বেলা ১১ টায় মেলার মাঠে এগিয়ে চলো সংঘের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য নির্দিষ্ট বিষয় সমূহের পাশাপাশি ২০২৩এ অনুষ্ঠিত ৪৩ তম জাতীয় যোগাসনের নানা বিষয় ও টিম ম্যানেজারের প্রদত্ত রিপোর্টের উপরও আলোচনা হবে এই বৈঠকে। গত এক বছরে সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডের উপর আয়-ব্যয়ের হিসেব-নিকেশও আগামীকাল বিশেষ সাধারণ সভায় আলোচনার টেবিলে উঠানো হবে। বিশেষ এই বৈঠকে সংস্থার সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন।