বেআইনি নির্মাণ ভাঙতে টাস্ক ফোর্স গড়তে’ পুলিশ, পুরসভাকে নির্দেশ হাই কোর্টের

কলকাতা, ৩ মে, (হি.স.): বেআইনি নির্মাণ ভাঙতে এ বার স্পেশাল টাস্ক ফোর্স গঠন করল কলকাতা হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, যে সব বেআইনি নির্মাণ আদালত ভাঙতে নির্দেশ দিয়েছে বা কোনও নির্মাণ আংশিক ভাঙা হয়েছে পুলিশের তরফে টাস্ক ফোর্স গঠন করে পুরসভার সাহায্য নিয়ে ওই নির্মাণগুলি ভাঙার কাজ শুরু করা হবে।

শুক্রবার পুরসভা জানায়, হাই কোর্টের নির্দেশ মেনে কয়েকটি বাড়িতে বাসিন্দাদের খালি করার নোটিস দেওয়া হয়েছে। ওই সব বাড়ি বেআইনি ভাবে অনেকে দখল করে অনেকে বাস করছেন। সেই কারণে বাড়ি ভাঙতে কিছু সমস্যা দেখা গিয়েছে।

পুরসভার ওই অবস্থানের পরে প্রধান বিচারপতি জানান, এই সব কাজে একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে এগোতে হবে। পুলিশকে দিয়ে টাস্ক ফোর্স গঠন করা হবে। তারা পুরসভাকে সাহায্য করবে। হাই কোর্ট নির্দেশে জানায়, আগামী ১৫ জুনের মধ্যে ওই সব নির্মাণ থেকে বাসিন্দাদের সরে যেতে হবে। তার পরেই পুলিশ এবং পুরসভা কাজ শুরু করবে। মামলায় নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, ‘‘আরও একটা গার্ডেনরিচ হতে দেওয়া যায় না!’’

প্রসঙ্গত, শহরে বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় শুক্রবার হাই কোর্টে রিপোর্ট জমা দিয়েছিল পুরসভা। সেখানে তারা জানায়, শহরের অনেক জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। আপাতত ১০টি নির্মাণ শনাক্ত করা গিয়েছে। সেগুলি নিয়ে পদক্ষেপও শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *