কলকাতা, ৩ মে (হি.স.) : পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বেলা ১১টা নাগাদ কলকাতা ছাড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি নিজের রাজ্য কেরলে গিয়েছেন। সেখানেই বেশ কয়েকদিন থাকবেন। এদিকে, তাঁর বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে ফাঁপড়ে পড়েছে পুলিশ।
শুক্রবার কেরলে যাওয়ার আগে এক অডিয়ো বার্তা দিয়েছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর স্পষ্ট বার্তা, “আরও বড় চক্রান্ত হচ্ছে । এ লড়াই লড়ব। পালিয়ে যাব না।” অডিয়ো বার্তায় রাজ্যপাল আরও বলেন, “আমি একটা বিষয়ে পরিষ্কার। যেকোনও ভিত্তিহীন অভিযোগ আমাকে দুর্নীতি-হিংসার বিরুদ্ধে কাজ করা রুখতে পারবে না। আমি এটা জেনেও আশ্চর্য হব না, যে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো ঘটনার অভিযোগ আমার বিরুদ্ধে করা হচ্ছে। এটাই বাংলার রাজনৈতিক অপশক্তির ধরন।”
এদিকে, এক্তিয়ারের প্রশ্নে রাজ্যপালের বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে ফাঁপড়ে পড়েছে পুলিশ। এই তদন্তের এক্তিয়ার কি পুলিশের রয়েছে? সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, ”যেহেতু এটা স্পর্শকাতর বিষয়, মহিলা এসেছিলেন, তিনি বিস্তারিতভাবে কথা বলেছেন, তাই আপাতত আমরা তদন্ত করছি। আমাদের যে আইন বিভাগ ও সাংবিধান বিশেষজ্ঞ আছেন, তাঁদের সঙ্গেও এই বিষয়ে আমরা কথা বলব।” প্রয়োজনে ওএসডি-র সঙ্গে কথা বলা হতে পারে বলে জানান ডি সি সেন্ট্রাল।