নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল:
আচমকা শহরের বুকে গুলিকান্ডের ঘটনায় গোটা রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হয়েছে ক্লাব সাধারণ সম্পাদকের। রাজধানীর বনেদি ক্লাব উষা বাজার ভারতরত্ন সংঘের বর্তমান সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে মঙ্গলবার সন্ধ্যায় কে বা কারা গুলি করে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বামুটিয়া বিধানসভার অন্তর্গত শালবাগান এলাকায়। তার মাথায় একটি গুলি লেগেছে। তড়িঘড়ি তাকে আইএলএস হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এদিকে ভিকির পরিবারের অভিযোগ ক্লাবের অন্যান্য সদস্যরা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে। এদিকে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তার পরিবারের সদস্যরা।
মৃতের স্ত্রী জানান, এদিন সন্ধ্যায় তিনি তাদের সন্তানকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে গেছিলেন। তারপরে সন্ধ্যা ৭ টা নাগাদ তিনি তার স্বামীকে ফোন করলে তিনি জানিয়েছেন, বিমান দাস নামে এক ব্যক্তি গাড়ি পাঠিয়েছেন, তার বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছেন তিনি। তারপর থেকে তার ফোন বন্ধ আসে। কিছু সময় পরে খবর আসে ভিকি গুলিবিদ্ধ হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, রাজু বর্মন তার স্বামীকে হত্যা করেছে। রাজু বর্মন এবং বিমান দাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন মৃত ভিকির স্ত্রী। তার দাবি, ক্লাবের বিভিন্ন বিষয় নিয়েই দীর্ঘদিন ধরে ভিকিকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। ভিকি বর্তমানে ক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় তার বিরুদ্ধে এই ক্ষোভ বলে অভিযোগ ভিকির স্ত্রীর। সেই শত্রুতার রেশেই তাকে এদিন গুলিবিদ্ধ করে হত্যা করেছে রাজু বর্মন এবং বিমান দাস। দাবি করেছেন ভিকির স্ত্রী।
রাজু বর্মন, রাজেশ বর্মন, দেবব্রত বর্মন, সন্তোষ এবং বিমান দাস – এই পাঁচজন এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে বলে দাবি করেছেন মৃত ভিকির স্ত্রী। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড রাজু বর্মন বলেই দাবি তার। উল্লেখ্য, রাজু বর্মন এর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় এর আগে বেশ কয়েকবার ভিকি অভিযোগ জানিয়েছিল। কিন্তু মোটা অংকের টাকা ঘুষ খেয়ে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে বলে দাবি মৃতের স্ত্রীর। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার।
এদিকে এই হত্যাকাণ্ডকে ঘিরে গোটা এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রাজ্যের তথা শহরের বনেদি ক্লাবের অন্তরে এ ধরনের ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল ছড়িয়েছে। এখন দেখার এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে কি রহস্য বার করে পুলিশ। দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকির অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার পরিজনদের মধ্যে।