নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৯ এপ্রিল: তীব্র তাপদাহের কারণে সারা রাজ্য জ্বলছে। সে কথা মাথায় রেখে উদয়পুরের আস্থা নামক একটি সামাজিক সংস্থা শহরের বিভিন্ন জায়গায় পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করে। রমেশ চৌমুহনী , রাজারবাগ মোটর স্ট্যান্ড , ছনবন ব্রিজ কর্নার , শপিং কমপ্লেক্স এইসব জায়গাতে আজকের এই কার্যক্রম জারি ছিল।
এছাড়া সংস্থার সদস্যরা উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা সহ পৌর পরিষদের প্রত্যেক কর্মচারীদের মধ্যেও ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। এছাড়াও আর কে পুর থানা , আর কে পুর মহিলা থানা, উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মচারীদের মধ্যেও ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। তীব্র তাপদাহে আস্থার এই কার্যক্রমে দারুন সাড়া পড়েছে এবং আগামী দিনেও এরকম কার্যক্রম জারি থাকবে বলে জানিয়েছে সংস্থার কার্যকর্তারা।